‘কওমি ছাত্রদের মধ্যে শিবির অনুপ্রবেশ করে তাদের গঠনতন্ত্রবিরোধী সহিংস কাজে ঠেলে দিচ্ছে’

কওমি মাদ্রাসার ছাত্রদের মধ্যে শিবির অনুপ্রবেশ করে শিক্ষার্থীদেরকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের গঠনতন্ত্রবিরোধী সহিংস কাজে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেন দেশের বিভিন্ন কওমি মাদ্রাসার প্রধানরা। ভাঙচুর ও জ্বালাও-পোড়াও এবং রাজনৈতিক কার্যক্রমে শিক্ষার্থীদের জড়ানো কওমি মাদ্রাসার আর্দশ‌ ও ঐতিহ্যের সঙ্গে সাংঘর্ষিক বলেও দাবি করছেন তারা।

শনিবার (২৪ এপ্রিল) রাজধানীর তেজগাঁওয়ে দেশের বিভিন্ন অঞ্চলের কওমি মাদ্রাসা প্রধানদের নিয়ে মাদারিসিল কওমিয়া বা বাংলাদেশ কওমি মাদ্রাসা আদর্শ সংরক্ষণ পরিষদ নামে একটি সংগঠনের আয়োজিত এক সভায় এসব অভিযোগ করেন তারা।

তাহাফফুজে মাদারিসে কওমিয়া বাংলাদেশ-কওমি মাদরাসা সংরক্ষণ পরিষদের আহ্বায়ক মাওলানা ইয়াহইয়া বলেন, ‘আমাদের ছেলেদের যেসব জ্বালাও-পোড়াও ও সহিংসতাসতাসহ যেসব রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহার করা হচ্ছে তা কওমি মাদ্রাসা বোর্ডের গঠনতন্ত্রবিরোধী এবং এ‌ শিক্ষা ব্যবস্থার আদর্শ- ঐতিহ্যের সঙ্গে সাংঘর্ষিক।’

এক কওমি মাদ্রাসা প্রধান বলেন, ‘আমাদের ছাত্রদের মধ্যে কিছু শিবিরের লোকজন ঢুকে ছাত্রদেরকে উস্কানি দিয়ে তাদেরকে দিয়ে এ ধরনের কিছু কাজ করাচ্ছে।’

এসময় কওমি মাদ্রাসা সংশ্লিষ্ট দেশের শীর্ষস্থানীয় আলেমরা দাবি করেন, সম্প্রতি শিক্ষার্থীদের জ্বালাও-পোড়াও ও সহিংসতাসতাসহ যেসব রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহার করা হচ্ছে তা কওমি মাদ্রাসা বোর্ডের গঠনতন্ত্রবিরোধী এবং এ‌ শিক্ষা ব্যবস্থার আদর্শ- ঐতিহ্যের সঙ্গে সাংঘর্ষিক।