দেশের কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম শুরু করেছে সরকার। তাদেরকে দেওয়া হচ্ছে ফাইজার-বায়োএনটেকের টিকা।
আজ রোববার রাজধানীর মিরপুর জামিয়া সিদ্দিকীয়া নূরানী মহিলা মাদ্রাসায় শিক্ষার্থীদের টিকা দেওয়ার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এসব তথ্য নিশ্চিত করেছে। কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচির উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা ও অধিদপ্তরের করোনার টিকাবিষয়ক কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক।