কওমী সনদের স্বীকৃতি আদায়ে এগিয়ে আসুন

কওমী সনদের স্বীকৃতি আদায়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও শোলাকিয়া ঈদগাহের ইমাম মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ।

 

শুক্রবার দুপুরে এক বিবৃতিতে তিনি বলেন, ‘কওমী মাদ্রাসার সনদের স্বীকৃতি এ দেশের কওমী শিক্ষার্থীদের মান-সম্মান ও অধিকার। তাদের অধিকার নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারি না। দেশের বিজ্ঞ আলেমদের উচিত সনদের স্বীকৃতি আদায়ের চেষ্টায় সবার অংশীদার হওয়া।’

 

মাওলান মাসঊদ বলেন, কওমী স্বকীয়তা বজায় রেখেই তারা কওমী সনদের স্বীকৃতি চান। দারুল উলূম দেওবন্দের চিন্তাধারা ও কারিকুলামের মাধ্যমে সনদের স্বীকৃতি দেওয়া হলে এ দেশের শিক্ষার্থীরা উপকৃত হবে।

 

তিনি আরও বলেন, নিবন্ধন কিংবা নিয়ন্ত্রণের বাধ্যবাধকতা ছাড়াই তারা সনদের স্বীকৃতি চান। এটা তাদের অধিকার। কওমী মাদ্রাসার শিক্ষার্থীদের অগ্রযাত্রায় এই স্বীকৃতি বড় ভূমিকা রাখবে।