
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শেরেবাংলা নগর থেকে ৩০টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। এ সময় ৩ জনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ বলেছে, গ্রেপ্তারকৃতরা ককটেল দিয়ে নাশকতার পরিকল্পনা করেছিল।
মঙ্গলবার ডিএমপির গণমাধ্যম শাখা থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে থানা পুলিশের একটি দল চন্দ্রিমা উদ্যানের পাশে বটতলা থেকে মো. রাজু, মো. রাসেল ও মো. আরিফকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ককটল, ২টি চাপাতি, ১টি লোহার রড উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাশকতার পরিকল্পনা করার কথা স্বীকার করেছে।
এ ব্যাপারে থানায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে।