
কক্সবাজার প্রতিনিধি : রোববার দুপুরে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং মধুরছড়া এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. রুহুল আমিন।
গ্রেপ্তাররা হলো- আনোয়ার ইসলাম (২৮), নুরুল বশর (৩০) ও জসিম উদ্দিন (৩৩)।
ডাকাতির অভিযোগে এদের বিরুদ্ধে উখিয়াসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান র্যাব কমান্ডার।
মেজর রুহুল বলেন, ডাকাতি সংঘটনের পরিকল্পনায় কুতুপালং মধুরছড়া পাহাড়ি এলাকায় অস্ত্র মজুদের খবরে র্যাবের একটি দল অভিযান চালায়। এ সময় র্যাব সদস্যরা একটি বাড়ি ঘিরে ফেললে সন্দেহভাজন লোকজন দৌড়ে পালানোর চেষ্টা চালায়।
র্যাব সদস্যরা ধাওয়া দিয়ে তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরে তাদের স্বীকারোক্তি মতে, বাড়িটিতে তল্লাশি চালিয়ে দেশীয় ১১টি বন্দুক ও বেশ কিছু গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে উখিয়াসহ বিভিন্ন থানায় ডাকাতির অভিযোগে একাধিক মামলা রয়েছে।
তবে অভিযানে কতটি গুলি উদ্ধার হয়েছে তা নিশ্চত করতে পারেননি র্যাব কমান্ডার।
গ্রেপ্তারদের বিরুদ্ধে উখিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান মেজর রুহুল।