কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে মিয়ানমারে পাচারের জন্য মজুদ করা ২২ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুর ১টায় টেকনাফ পৌরসভার পুরান পল্লানপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মজিদ জানান, পুলিশের একটি টিম মিয়ানমার পাচারের জন্য বিপুল পরিমাণ গাঁজা মজুদের গোপন সংবাদ পায়।
সংবাদের ভিত্তিতে সাহাব মিয়ার ছেলে আক্তার কামালের বাড়িতে অভিযান চালিয়ে ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ২ লাখ ২০ হাজার টাকা।