কক্সবাজারে অস্ত্রসহ কয়েকজন আটক

কক্সবাজার

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়ায় অভিযান চালিয়ে ১৫টির অধিক আগ্নেয়াস্ত্রসহ বেশ কয়েকজনকে আটক করেছে র‌্যাব-৭।

রোববার সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত চকরিয়ার ফিরিঙ্গা এলাকায় এই অভিযান চালানো হয়।

কক্সবাজার র‌্যাব- ৭ এর লে. কর্নেল মিপতাহ উদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়ার ফিরিঙ্গায় একটি অভিযান চালানো হয়। এতে প্রায় ১৫টির অধিক আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এ ছাড়া বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। আজ বিকেল ৪টায় প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।