কক্সবাজার প্রতিনিধি : রোববার বেলা ১১টার দিকে মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের জেএমঘাট হিমছড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ। কক্সবাজারের মহেশখালীতে পারিবারিক কলহের জের ধরে ধারালো অস্ত্রের আঘাতে ছেলের হাতে বাবা খুন হয়েছেন। নিহত কালা মিয়া (৬৫) একই এলাকার মৃত আলী হোসেনের ছেলে। স্থানীয়দের বরাত দিয়ে ওসি প্রদীপ বলেন, ‘৩/৪ মাস আগে কালা মিয়ার স্ত্রী মারা যান। তার স্ত্রীর নামে কিছু জমি ছিল। পিতা আরেকটি বিয়ে করতে চাইলে এ নিয়ে ছেলে নেজাম উদ্দিনের (২৫) সঙ্গে বিরোধ হয়। ছেলের দাবি ছিল, আরেকটি বিয়ে করলে তার মায়ের জমির মালিকানা পিতা ভোগ করতে পারবে না। এ নিয়ে গত বেশ কিছু দিন ধরে পিতার সঙ্গে ছেলের বিরোধ চলছিল।’ ওসি বলেন, ‘কিছু দিন আগে কালা মিয়া দ্বিতীয় বিয়ে করেন। এ নিয়ে ঝগড়া হলে তিনি গত ৩১ আগস্ট কালারমারছড়া পুলিশ ফাঁড়িতে ছেলে নেজামের বিরুদ্ধে অভিযোগ করেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে রোববার সকালে ধারালো অস্ত্র দিয়ে দিয়ে নেজাম উদ্দিন পিতা কালা মিয়াকে কুপিয়ে জখম করে। পরে আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান ওসি প্রদীপ।


