কক্সবাজারে অস্ত্র ও গোলাবারুদসহ এনাম বাহিনীর দুই সদস্যকে আটক

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের মহেশখালী থেকে অস্ত্র ও গোলাবারুদসহ এনাম বাহিনীর দুই সদস্যকে আটক করেছে র‌্যাব-৭।

রোববার সকাল ১০টার দিকে মহেশখালী উপজেলার কেরুনতলীর দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ তাদের আটক করা হয়।

কক্সবাজার র‌্যাব-৭-এর কোম্পানি কমান্ডার মেজর রুহুল আমিন জানান, অভিযানে ১০টির বেশি বিভিন্ন প্রকার অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। বিস্তারিত প্রেস ব্রিফিংয়ে জানানো হবে।