কক্সবাজারে গোয়ালঘরে অস্ত্র ও গোলাবারুদ, আটক ৩

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের মহেশখালী থেকে ১৩টি ওয়ান শুটারগান, ২২টি শর্টগানের গুলি ও ২৩ হাজার টাকা উদ্ধার করেছে র‌্যাব। এ সময় তিনজনকে আটক করা হয়।

বুধবার সকাল ১০টার দিকে মহেশখালী উপজেলার শাপলাপুর এলাকার এনামুল হক নামে এক ব্যক্তির গোয়ালঘর থেকে এ সব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের ফকিরখালীপাড়ার নূর আহম্মেদের ছেলে হাবিবুর রহমান (৩২), উত্তর নলবিলা গ্রামের আজিজুল হকের ছেলে শহিদুল ইসলাম (২৪) ও বাড়িয়াছি গ্রামের মৃত নুরুল আফছারের ছেলে মো. নাসির উদ্দিন (৩০)।

কক্সবাজারস্থ র‌্যাব-৭-এর কোম্পানি কমান্ডার মেজর মো. রুহুল আমিন জানান, মহেশখালী উপজেলার শাপলাপুরে কয়েকজন অস্ত্র ব্যবসায়ী আগ্নেয়াস্ত্র ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছিলেন। খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে তিন অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে এনামুল হকের গোয়ালঘর থেকে ১৩টি ওয়ান শুটারগান, ২২টি শর্টগানের গুলি এবং নগদ ২৩ হাজার টাকা উদ্ধার করা হয়।