কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের রামুতে দিনমজুরির টাকা চাওয়ায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
বুধবার সকাল ৯টার দিকে রামু উপজেলার রাজারকূল ইউনিয়নের সিকদারপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর শুক্কুর (৩৩) একই এলাকার মৃত মুফিজুর রহমানের ছেলে।
স্বজনদের বরাত দিয়ে রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, কয়েকদিন আগে সিকদারপাড়ার হাবিল উদ্দিনের বাড়িতে দিনমজুরির কাজ করেন আব্দুর শুক্কুর। মজুরি বাবদ হাবিল উদ্দিনের কাছে শুক্কুরের ৯৫০ টাকা পাওনা ছিল। বুধবার সকালে হাবিল উদ্দিনের বাড়িতে টাকা চাইতে যান আব্দুর শুক্কুর। এ সময় উভয়ের মধ্যে তর্ক হয়। এক পর্যায়ে হাবিল লাঠি দিয়ে শুক্কুরকে মারধর করেন। পরে স্থানীয় লোকজন আব্দুর শুক্কুরকে উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


