কক্সবাজারে দুই বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছেন বিজিপি

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফনদী থেকে দুই বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার পুলিশ (বিজিপি)।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে নাফনদীর ঘোলারচর মোহনা থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়।

ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন- টেকনাফের শাহপরীর দ্বীপ উত্তরপাড়ার এখলাস মিয়ার পুত্র মোহাম্মদ ইউনুছ (৩৫), মাঝের পাড়ার মৃত আবদুল গনির পুত্র আবু তাহের (২৮)।

বিজিবির টেকনাফ ২ নম্বর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ জানান, মিয়ানমারের অভ্যন্তরে গিয়ে মাছ ধরার সময় তাদের ধরে নিয়ে যাওয়া হয়েছে। বিষয়টি মিয়ানমারের বিজিপিকে অবহিত করে জেলেদের ফেরত দেয়ার দাবি জানানো হয়েছে।