কক্সবাজারে ‘বৈঠক’ নিয়ে যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

হুট করেই কক্সবাজারে গেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ চার নেতা। মঙ্গলবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বিমানের একটি ফ্লাইটে করে কক্সবাজারে নামেন তারা। পরে যান ইনানি বিচে থাকা হোটেল রয়েল টিউলিপে।

কক্সবাজারে আসা এনসিপির নেতারা হলেন- ডা. তাসনিম জারা, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারী।

এনসিপির শীর্ষ চার নেতার কক্সবাজার নিয়ে গুঞ্জনের শেষ নেই। তুমুল আলোচনা হচ্ছে সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে। অনেকেই দাবি করছেন, সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করতে তারা সেখানে গেছেন। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন এনসিপির মূখ্য সংগঠক পাটওয়ারী।

তিনি গণমাধ্যমে বলেন, কারো সঙ্গে দেখা করতে নয়, হুট করে ঘুরতে আসছিলাম। পদযাত্রাতে টায়ার্ড হয়ে গেছিলাম। জাস্ট এমনে একটু সাগর পাড়ে ঘুরতে আসছিলাম। বাট এখানে আইসা দেখি, হোটেলে চেক ইন করে মাত্র বসছি, এর মধ্যেই এ নিউজ দেখতেছি।

তিনি আরও বলেন, এটা টোটালি একটা গুজব, মিস ইনফরমেশন, এ ধরণের কোনো কিছুই না, মিডিয়া প্রোপাগান্ডা।

নাসীরুদ্দীনের দাবি, ‘এখানে আইসা শুনছি যে পিটার হাসের সঙ্গে নাকি আমরা দেখা করতে আসছি। এ রকম হলে তো আমরা ঢাকায়ই দেখা করতে পারতাম। যদি দেখা করার ইচ্ছা থাকতো।’

জুলাই অভ্যুত্থানের রাষ্ট্রীয় কর্মসূচিতে তারা অংশ নেবেন কি না- এ বিষয়ে এনসিপির এই মূখ্য সংগঠক বলেন, ‘আমাদের প্রেসিডেন্ট, সেক্রেটারির দাওয়াত কার্ড এসেছে, অ্যাজ ফার আই নো, দলের পক্ষ থেকে আমাদের একটা প্রতিনিধি দল সেখানে যাবে। যাদেরকে বলা হইছে প্রত্যেকটি দল থেকে একটা ছোট ছোট প্রতিনিধি দল যাচ্ছে, আমাদেরও তাই।’

এদিকে রয়েল টিউলিপ হোটেলের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘কোনো আগাম ঘোষণা বা রুম বুকিং ছাড়াই মঙ্গলবার দুপুর ১২টার পর অত্যন্ত গোপনে এনসিপির এ চার নেতা হোটেলে প্রবেশ করেন।’

তবে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের উপস্থিতি নিয়ে রয়েল টিউলিপের এ কর্মকর্তা সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি। তার ভাষায়, ‘পিটার হাস সম্ভবত এখনো হোটেলে আসেননি, কিংবা এখানে নেই।’

রয়েল টিউলিপের আরেক কর্মকর্তা বলেন, ‘পিটার হাসের মতো একজনকে হোটেলে দেখা গেছে। তবে, তিনি পিটার হাস কি না তা আমি নিশ্চিত নই।’

বিমানবন্দরের একটি সূত্র জানিয়েছে, বিকাল সাড়ে ৩টার ফ্লাইটে এনসিপির চার শীর্ষ নেতা কক্সবাজার ছাড়বেন।

যদিও বিমান সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, গত ১০ এপ্রিল বাংলাদেশ ছাড়েন পিটার হাস। এরপরে বাংলাদেশে প্রবেশ করেছেন এমন তথ্য তাদের কাছে নেই।

আরেকটি সূত্র বলছে, পিটার হাসের সঙ্গে বৈঠকের নাম করে কোনো একটি দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছে এনসিপির নেতারা।