কক্সবাজারে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক ব্যবসায়ী নিহত

বন্দুকযুদ্ধ

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এসময় উদ্ধার হয়েছে অস্ত্র ও ইয়াবা। শুক্রবার ভোর রাতে টেকনাফ সদরের পল্লী বিদ্যুৎ অফিস সড়কে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ‌র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. মেহেদী হাসান। নিহত আজিজুল হক ঢাকার সাভারের হেমায়েতপুর এলাকার বাসিন্দা। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ৬৫ হাজার পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি।