কক্সবাজারে সমুদ্র পথে আসা সাত বস্তা ইয়াবা উদ্ধার

কক্সবাজার সদরের চৌফলদন্ডী ঘাট থেকে সমুদ্র পথে পাচার হয়ে আসা সাত বস্তা ভর্তি ১৪ লাখ ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা।

মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) বেলা আড়াই টার দিকে এ অভিযান চালানো। এ সময় দুজনকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে পাচার কাজে ব্যবহৃত ট্রলারটিও।

এতে আটকরা হলেন- কক্সবাজার পৌরসভার উত্তর নুনিয়ার ছড়া মো. নজরুল ইসলামের পুত্র মো. জহিরুল ইসলাম ফারুক (৩৭) ও একই এলাকার মো. মোজ্জাফরের পুত্র মো. বাবু (৫৫)।

কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম এ অভিযান চালায়। অভিযানে ১৪ লাখ ইয়াবা সহ দুইজনকে আটক করা সম্ভব হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।