কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার ছেড়েছেন ক্রিকেট বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। শনিবার বিকাল ৩ টা ২০ মিনিটে তিনি নভোএয়ারের একটি বিমানযোগে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন।
শুক্রবার সকালে উখিয়ার রেজু নদী সংলগ্ন বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারের যাত্রী ছিলেন তিনি। ইনানীর রয়েল টিউলিপ নামের আবাসিক হোটেলে সাকিব আল হাসানকে নামিয়ে ফেরার সময় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এতে একজনের মৃত্যুও হয়।
ঘটনার পর শুক্রবার রাতেই ইনানীস্থ রয়েল টিউলিপ ত্যাগ করে কক্সবাজারের কলাতলীর ওশান প্যারাডাইসে অবস্থান করেন। ওখানে রাত্রিযাপন শেষে শনিবার বিকালে তিনি বিমানবন্দরের দিকে যান বলে নিশ্চিত করেন ওশান প্যারাডাইসের কর্মকর্তা হায়াত খান।
এদিকে কক্সবাজার বিমানবন্দরের ম্যানেজার সাধন কুমার মোহন্ত জানান, বিকাল ৩ টার দিকে সাকিব আল হাসান কক্সবাজার বিমানবন্দরে এসে ভিআইপি কক্ষে অবস্থান নেন। এরপর নভোএয়ারের একটি বিমানে তিনি তুলে দেন। তার সাথে আরো কয়েকজন সঙ্গী ছিল। বিমানটি ৩ টা ২০ মিনিটে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছে।