
নেহা কক্কর ! বলিউডের জনপ্রিয় গায়িকা তিনি। সাম্প্রতিক কালে বেশির ভাগ গানই গাইছেন নেহা। সেই সঙ্গে আছে নিজের অ্যালবাম রিলিজ। কয়েক মাস আগেই তিনি বিয়ে করেছেন পাঞ্জাবি গায়ক রোহনপ্রীত সিংকে।
দিন কয়েক আগে নেটমাধ্যমে তাঁর নতুন গান ‘খাদ তেনু ম্যায় দস্যা’-র পোস্টার প্রকাশ করেন গায়িকা নেহা কক্কর। তার পরে ইনস্টাগ্রামে একটি রিল ভিডিয়ো বানান তিনি। সঙ্গে কিছু ছবিও দেখতে পাওয়া যায় তাঁর প্রোফাইলে। আর বিপত্তি ঘটে সেখানেই। সেই ছবিগুলি মিম আকারে ছেয়ে যায় নেট-পাড়ায়।

নেহার প্রকৃত ছবি
ছবিতে দেখা যায় নেহার পরনে রয়েছে হলুদ রঙের পোশাক। ‘ভিকট্রি’ বা জয়ের চিহ্ন দেখিয়ে নানা ভঙ্গিতে তোলা হয়েছে ছবিগুলি। রিল ভিডিয়ো বানানোর ফাঁকে মাটির উপরে বসে ছবি তুলেছিলেন গায়িকা। কিন্তু প্রযুক্তি ব্যবহার করে ছবির স্থান বদলে দিয়েছেন নেটাগরিকরা। কোথাও দেখা যাচ্ছে শৌচাগারে বসে রয়েছেন নেহা। কোথাও আবার চেয়ারে বসানো হয়ছে তাকে। কোথাও দেখা গেল, টালির বাড়ির ছাদে জয়ের চিহ্ন দেখিয়ে বসে আছেন গায়িকা। মূলত তাঁর বসার ভঙ্গিমাকে হাস্যকর বলে মনে করেছেন নেটাগরিকরা। আর তাই মিমের স্রোত নেট-পাড়ায়।