কঙ্গনার নতুন চ্যালেঞ্জ

একজন ভার্সেটাইল অভিনেত্রী হিসেবে সুপরিচিত কঙ্গনা রানাওয়াত। চ্যালেঞ্জিং সব চরিত্রে প্রথম পছন্দ হয়ে বরাবরই উঠে আসেন তিনি।

তবে সম্প্রতি রাজনৈতিক নানা কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়ায় সমালোচনার মুখেই বেশি পড়ছেন কঙ্গনা। বলিউড বিশেষজ্ঞদের মতে, এতে তার অভিনয় জীবনও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এরই মধ্যে ঘোষনা হল কঙ্গনার পরবর্তী সিনেমার নাম। এএল বিজয় পরিচালিত ‘থালাইভি’ নামক সিনেমায় বহুরুপী চরিত্রে দেখা যাবে তাকে। এ সিনেমায় তিনি তামিলের জনপ্রিয় অভিনেত্রী ও মন্ত্রী প্রয়াত জে জয়ললিতার চরিত্রে অভিনয় করেছেন।

সিনেমাটিতে অভিনয় করতে গিয়ে অনেক পরিশ্রম করতে হয়েছে কঙ্গনাকে। নিজেকে তৈরি করতে হয়েছে নানা বয়সের জয়ললিতা হিসেবে। সেজন্য চরিত্রের প্রয়োজনে ২০ কেজি ওজন বাড়িয়েছিলেন কঙ্গনা।

২৩ মার্চ কঙ্গনার জন্মদিন উপলক্ষে মুক্তি পাবে ‘থালাইভি’ সিনেমার ট্রেলার। তার আগে নতুন একটি ছবি শেয়ার করে নিজেকে ও নতুন সিনেমাটিকে আলোচনায় নিয়ে এলেন কঙ্গনা। সে ছবিতে তাকে দেখা যাচ্ছে নর্তকীর পোশাকে।

টুইটে সে ছবি নিজেই পোস্ট করে কঙ্গনা। ক্যাপশনে লিখেন, ‘২০ কেজি ওজন বাড়ানো এবং তা আবার সিনেমার প্রয়োজনেই কমিয়ে ফেলা মোটেই সহজ কোনো কাজ ছিল না। রাজনৈতিক বায়োপিকে অভিনয় করে অনেক স্বাচ্ছন্দ বোধ করছি। চরিত্রের জন্য যেকোনো চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আমি।’