বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী কঙ্গনা রাণৌত অভিনীত কোনো সিনেমা চলতি বছর মুক্তি পায়নি। সিনেমা মুক্তি না পেলেও হৃতিকের সঙ্গে বিবাদের জন্য বছরজুড়ে আলোচনায় ছিলেন এই অভিনেত্রী।
নতুন বছর বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন কঙ্গনা। বছরের শেষলগ্নে এসে এ ঘোষণা দিলেন এই অভিনেত্রী। সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন কঙ্গনা। তখন এ কথা জানান বলে ভারতীয় সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে।
সাক্ষাৎকারে কঙ্গনাকে প্রশ্ন করা হয় নতুন বছর আপনার কাছে আপনার ভক্তরা কি প্রত্যাশা করবে। এমন প্রশ্নের উত্তরে কঙ্গনা বলেন, ‘আগামী বছর আমি বিয়ে করব।’
অনেক দিন ধরেই একা রয়েছেন কঙ্গনা। তবে হঠাৎ তার এমন বক্তব্যে অনেকে অবাক হয়েছেন। তাই এ নিয়ে বলিপাড়ায় জোর চর্চা চলছে। তবে কার সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন সে বিষয়ে কিছু জানাননি এই অভিনেত্রী।
বলিউডে পা রেখে অনেকজনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন কঙ্গনা। তবে প্রথম আদিত্য পাঞ্চোলির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান তিনি। আদিত্য কঙ্গনাকে শারীরিক নির্যাতন করতেন বলে অভিযোগ তোলেন এই অভিনেত্রী। এ সম্পর্ক ভেস্তে যাওয়ার পর সুমন ও হৃতিকের সঙ্গেও প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন এই অভিনেত্রী।