
আন্তর্জাতিক ডেস্ক : কঙ্গোতে মর্মান্তিক এক ট্রেন দুর্ঘটনায় ৩৩ জন নিহত হয়েছেন। জাতিসংঘ রেডিও স্টেশন ওকাপি এ খবর জানিয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলে লুয়ালাবা প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। খবরে আরো বলা হয়েছে, ট্রেনটি গিরিখাতে পড়ে যায় এবং আগুন ধরে যায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে। ট্রেনটিতে দাহ্যজাতীয় পদার্থ ছিল। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর লুবুম্বাশি থেকে লুয়েনার মধ্যে ট্রেনটি চলাচল করে। যা কঙ্গোর রাজধানী কিনশাসা থেকে ২ হাজার কিলোমিটার দূরে। প্রদেশের গভর্নর রিচার্ড মিয়াজ ওই স্থানে ট্রেন দুর্ঘটনার কথা নিশ্চিত করলেও হতাহতের সংখ্যা ঠিকঠাক বলতে পারেননি।
তথ্যসূত্র : বিবিসি অনলাইন