ক্রাইম পেট্রোল বিডি নিউজ ডেস্কঃ বাংলাদেশ বিমান বাহিনীর ৩৫৮ জন বিমান সেনা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কঙ্গো যাচ্ছে। ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোতে শান্তিরক্ষা মিশনে নিয়োজিত কন্টিনজেন্টে নতুন এই শান্তিরক্ষীদের প্রতিস্থাপন করা হবে।
বাসসের খবরে বলা হয়েছে, বিমান বাহিনী ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোতে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে (এমওএনইউএসসিও) কন্টিনজেন্ট-এর প্রতিস্থাপন শুরু করতে যাচ্ছে। এ পর্যায়ে ৩৫৮ জন বিএএফ শান্তিরক্ষী প্রতিস্থাপিত হচ্ছে।
মিশনের সাফল্য কামনায় বিশেষ মোনাজাতও করা হয়।
শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিমান বাহিনীর ৩টি কন্টিনজেন্টের (ইউটিলিটি এভিয়েশন ইউনিট, এয়ারফিল্ড সার্ভিসেস ইউনিট ও এয়ার ট্রান্সপোর্ট ইউনিট) ৩৫৮ জন বিমান বাহিনীর সদস্যসহ ১টি সি-১৩০ পরিবহন বিমান, ৬টি এমআই-১৭ হেলিকপ্টার ও বিভিন্ন গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট রয়েছে।


