
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : মিয়ানমারে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় বাংলাদেশে রোহিঙ্গা প্রবেশ বন্ধে কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে কোস্ট গার্ড।
টেকনাফে কোস্ট গার্ডের আওতাভুক্ত ৫৪ কিলোমিটার নদী সীমানায় জনবল বৃদ্ধি করা হয়েছে। শনিবার দুপুরে চট্টগ্রাম কোস্ট গার্ডের পূর্ব জোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চট্টগ্রাম কোস্ট গার্ডের জনসংযোগ কর্মকর্তা লে. কমান্ডার মো. ফখর উদ্দিন জানান, সাম্প্রতিককালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ৮৯ এ দাঁড়িয়েছে। এদের মধ্যে ১২ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। এর ফলে মিয়ানমার সরকার সহিংসতা প্রবল এলাকায় সেনাবাহিনী মোতায়েন করেছে। মিয়ানমারের পরিস্থিতি ভবিষ্যতে আরো খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে এবং বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের প্রচেষ্টা ব্যাপক হারে বৃদ্ধি পেতে পারে। এ পরিস্থিতিতে কোস্ট গার্ডের আওতাভুক্ত ৫৪ কিলোমিটার নদী সীমানায় জনবল বৃদ্ধি করা হয়েছে।