কত আয় করল ‘দাঙ্গাল’

বিনোদন ডেস্ক : ভারতের কিংবদন্তি কুস্তিগীর মহাবীর ফোগাট এবং তার মেয়ে গীতা ও ববিতার সংগ্রামী জীবন নিয়ে দাঙ্গাল সিনেমাটি নির্মাণ করেছেন নিতেশ তিওয়ারি। এতে মহাবীর ফোগাটের চরিত্রে অভিনয় করেছেন আমির খান।

গতকাল ২৩ ডিসেম্বর মুক্তি পেয়েছে দাঙ্গাল। ভারতে ৪ হাজার ৩০০ এবং ভারতের বাইরে ১ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি।

ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমদিনে প্রায় ৩০ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। চলতি বছর মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে প্রথমদিনের আয়ের দিকে এটি দ্বিতীয় সর্বোচ্চ। এছাড়া বক্স অফিস বিশ্লেষক তরুণ আদর্শের মতে, যুক্তরাষ্ট্র, মধ্য প্রাচ্য ও যুক্তরাজ্যে প্রায় ৭.৮১ কোটি রুপি আয় করেছে দাঙ্গাল।

এর আগে গত ৬ জুলাই মুক্তি পায় সালমান খান অভিনীত এ বছরের বহুল প্রতীক্ষিত সিনেমাসুলতান। এ সিনেমার গল্পও একজন কুস্তিগীরকে নিয়ে। মুক্তির পর থেকেই বক্স অফিসে বাজিমাত করে আলী আব্বাস জাফর পরিচালিত এ সিনেমাটি। বছরের সর্বোচ্চ আয়ের সিনেমা এটি। প্রথমদিনের আয়ের দিক থেকেও প্রথমে রয়েছে সুলতান। সিনেমাটির প্রথম দিনের আয় ছিল ৩৬.৫৪ কোটি রুপি।