
চরফ্যাশন সংবাদদাতা: চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান, যিনি কথিত ‘ডিজি কামরুল’ নামে পরিচিত, তার বিরুদ্ধে অর্থ তছরুপ ও নারী কেলেঙ্কারির গুরুতর অভিযোগ উঠেছে। বিভিন্ন সূত্র ও সাধারণ জনগণের বয়ানের ভিত্তিতে এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
কালিয়াকান্দি কাদেরিয়া দাখিল মাদ্রাসার সহকারী সুপার মাওলানা হাবিবুল্লাহ মাহবুব জানান, করিমজান কামিল মাদ্রাসার শিক্ষক মো. হারুনুর রশিদ, যিনি বাংলাদেশ জামিয়াতুল মোদাররেছীন চরফ্যাশন উপজেলা শাখার সাধারণ সম্পাদক, কথিত ডিজি কামরুলের বিরুদ্ধে সংগঠনের লক্ষ লক্ষ টাকা তছরুপের অভিযোগে একটি মামলা করেছেন।
ক্রাইম পেট্রোল বিডি’র পক্ষ থেকে হারুনুর রশিদের কাছে মামলার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, “সংগঠনের লক্ষ লক্ষ টাকা নষ্ট করার কারণে আমরা তার বিরুদ্ধে মামলা করেছি।” তিনি মামলার নম্বর ও বিবাদীদের নামও জানান: মামলা নং: সি আর: ৪১৬/২০২৫, বাদী: হারুনুর রশিদ। বিবাদীগণ হলেন: ১. মো. নিজাম উদ্দিন হুমায়ুন সারমান (৫০), ২. কথিত ডিজি কামরুজ্জামান (৫০), ৩. মো. মুনসুর (৩৫), ব্যবস্থাপক রূপালী ব্যাংক জিন্নাহগড় শাখা, এবং ৪. মো. কামাল (৫৫)।
হারুনুর রশিদ আরও বলেন, কামরুজ্জামান শত কোটি টাকার মালিক। তার সম্পদগুলোর মধ্যে রয়েছে: ভোলা সদরে মোহনা হাসপাতালের শেয়ার, চরফ্যাশনে এসটি.এস হাসপাতাল ও রেসিডেন্সিয়াল মাদরাসা, রেসিডেন্সিয়াল মডেল কলেজের মালিকানা। এছাড়াও ঢাকায় একাধিক ফ্ল্যাট, জমি এবং চরফ্যাশনে একাধিক চার তলা বাড়িসহ ব্যাংকে অনেক টাকা রয়েছে।
চরফ্যাশন উপজেলার দৈনিক ইত্তেফাক-এর সংবাদদাতা মিজান নয়ন মুঠোফোনে জানান, কামরুজ্জামান একজন প্রতারক ও নারী লোভী। তিনি বলেন, “বিগত আওয়ামী সরকারের আমলে চাকরি দেওয়ার নাম করে প্রায় অর্ধশত নারীর শ্লীলতাহানি করেছেন। তিনি রাতকে দিন এবং দিনকে রাত বানাতে পারেন।”
মিজান নয়নের কথার সূত্র ধরে হারুনুর রশিদের কাছে জিজ্ঞেস করা হলে তিনি এই অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, “কামরুজ্জামান নারীলোভী ও প্রতারক এই কথাটি সত্য। কয়েকদিন আগে গোপনে এক নারীকে নিয়ে ঢাকায় গিয়েছিল।” কালিয়াকান্দি কাদেরিয়া দাখিল মাদ্রাসার সহকারী সুপার মাওলানা হাবিবুল্লাহ মাহবুবও একই ধরনের কথা জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যক্তি জানান, কামরুজ্জামান টাকার জোরে যেকোনো কিছু করার ক্ষমতা রাখেন। এই প্রতিবেদনটি সাধারণ জনগণের বয়ানের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।