কনটেইনারের ভেতর থেকে এক শ্রমিককে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরে সিঙ্গাপুরগামী একটি পণ্যবাহী কনটেইনারের ভেতর থেকে এক শ্রমিককে উদ্ধার করেছে বন্দরের নিরাপত্তা কর্মীরা। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উদ্ধার করা শ্রমিকের নাম বাবুল ত্রিপুরা (৩৫)। তিনি সীতাকুণ্ডের সোনাইছড়ির পাক্কা মসজিদ এলাকার কেডিএস কনটেইনার ডিপোর শ্রমিক বলে জানা গেছে। উদ্ধারের পর অসু্স্থ ওই শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম বন্দরের পরিচালক (নিরাপত্তা) লে. কর্নেল আব্দুল গাফফার বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার সকালে রপ্তানিমুখি কনটেইনার বেসরকারি ডিপো থেকে বন্দরের ৪ নম্বর গেট দিয়ে প্রবেশের সময় একটি কনটেইনারের ভেতরে মানুষের চিৎকারের শব্দ শুনতে পেয়ে নিরাপত্তা কর্মীরা তা খুলে একজনকে উদ্ধার করে। অসুস্থ ওই শ্রমিককে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি বলেন, লোকটি কনটেইনারের ভেতরে কিভাবে ঢুকেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

জানা গেছে, চট্টগ্রাম মেট্টোপলিটন চেম্বারের সভাপতি ও কেডিএস গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি খলিলুর রহমানের মালিকানাধীন সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের পাক্কা মসজিদ এলাকায় অবস্থিত কেডিএস লজিস্ট্রিক অ্যান্ড কনটেইনার ডিপো থেকে সোমবার ভোর ৪টার দিকে ট্রলিতে কনটেইনারগুলো চট্টগ্রাম বন্দরে নেওয়া হয়।

এর মধ্যে ৪০ ফুটের একটি কনটেইনার চট্টগ্রাম বন্দরের ৪ নম্বর গেট দিয়ে ঢোকানোর সময় ভেতর থেকে হঠাৎ মানুষের চিৎকার শুনে নিরাপত্তা কর্মীরা কনটেইনারটি খুলে দেখেন ভেতরে একজন লোক পড়ে আছে।

তাকে উদ্ধার করে প্রথমে বন্দর হাসপাতাল এবং পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কনটেইনারে ভেতরে আটকা পড়া ব্যক্তি জানায়, তার নাম বাবুল ত্রিপুরা। তার বাড়ি খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলায়। গত ৩ মাস ধরে তিনি কেডিএস গ্রুপের কনটেইনার ইয়ার্ডে শ্রমিক হিসেবে কাজ করছেন।

তিনি আরো জানান, গতকাল রাতে কনটেইনারে মালামাল ঢুকানোর সময় রাত ৩টার দিকে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েন। পড়ে কনটেইনার গাড়িতে তোলার সময় তার ঘুম ভেঙে গেলে তিনি চিৎকার করেও কারো সাড়া পাননি।

বন্দর কর্তৃপক্ষ জানায়, বন্দরে অবস্থান করা সিঙ্গাপুরগামী চার্লি জাহাজে ওঠার কথা ছিল কনটেইনারটি। জাহাজাটি আজ বিকলে বন্দর ছেড়ে যাবে।

এই ব্যাপারে জানতে চাইলে কেডিএস গ্রুপের ইয়ার্ডের ঠিকাদার আবুল কাসেম প্রথমে ব্যাপারটি অস্বীকার করলেও পরে জানান, কনটেইনারে শ্রমিক আটকা পড়ার বিষয়টি তিনি শুনেছেন। তবে যে শ্রমিক আটকা পড়েছে তিনি ইয়ার্ডের মিলন মাঝির অধীনেই কাজ করেন বলে জানান।

আবুল কাসেম দাবি করেন, এটি নিছক দুর্ঘটনা। বেখেয়ালে ওই শ্রমিক কনটেইনারে ঘুমিয়ে পড়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।