
ক্রীড়া ডেস্ক : শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ঘরের মাঠে বোর্নেমাউথের মুখোমুখি হয় ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। তবে প্রথমার্ধের শেষদিকে বোর্নেমাউথের রক্ষণভাগের খেলোয়াড় টাইরন মিংসকে কনুই দিয়ে আঘাত করেন ম্যানইউর স্ট্রাইকার জøাতান ইব্রাহিমোভিচ।
বিষয়টি অবশ্য রেফারির চোখ এড়িয়ে যায়। ম্যাচশেষে এ বিষয়ে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) কাছে অভিযোগ করে বোর্নেমাউথ। সেই অভিযোগ খতিয়ে দেখে এফএ। এরপর সিদ্ধান্ত নেয়। এফএ এর নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী ইব্রাহিমোভিচ দোষী সাব্যস্ত হয়েছেন। আর সে কারণে তাকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
এক বার্তায় এ বিষয়ে এফএ জানায়, ‘সহিংস আচরণের জন্য ইব্রাহিমোভিচকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। ইব্রাহিমোভিচ তার দোষ স্বীকার করেছেন এবং শাস্তি মেনে নিয়েছেন। শনিবার বোর্নেমাউথ ও ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচের ৪৪ মিনিটে ঘটনাটি ঘটে। বিষয়টি তখন ম্যাচ অফিসিয়ালসরা লক্ষ্য করেননি। কিন্তু পরবর্তীতে ভিডিওতে বিষয়টি পরিস্কার হয় যে ইব্রাহিমোভিচ সহিংস আচরণ করেছেন।’
অবশ্য টাইরন মিংসকেও শাস্তি দিয়েছে এফএ।
এই নিষেধাজ্ঞার ফলে চেলসির বিপক্ষে এফএ কাপের কোয়ার্টার ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না ইব্রা। পাশাপাশি ইংলিশ প্রিমিয়ার লিগের দুটি ম্যাচ মিস করবেন তিনি। চলতি মৌসুমে সুইডিশ তারকা ম্যানইউর হয়ে সব ধরণের প্রতিযোগিতায় ২৬টি গোল করেছেন। ইংলিশ প্রিমিয়ার লিগে তার গোলসংখ্যা ১৫টি।