
মণীশ মালহোত্রার ডিজাইনার লেহেঙ্গায় মুগ্ধতা ছড়ালেন নবাব কন্যা। সাদা-রুপোলি ব্যাকলেস ব্রাইডাল পোশাকে সারা আলি খান। মণীশ মলহোত্রার ‘নুরিয়াত’এর নয়া কালেকশনের এই লেহেঙ্গা।
সম্প্রতি সাদা ডিজাইনার লেহেঙ্গায় চোখ ধাঁধাঁনো চমকপ্রদ লুকে ধরা দিয়েছেন তিনি।
ব্যকলেস ব্রাইডাল লেহেঙ্গায় সারার এই ব্রাইডাল লুককে কটাক্ষ করতে ছাড়েননি নেটিজেনরা। কেউ বলেছেন, ‘এই পোশাক শরীরে আটকে কীভাবে রয়েছে?’, আবার কেউ বলেছেন, ‘লেহেঙ্গো থেকে কাপড় নিয়ে ব্লাউজে লাগাতে’।
যদিও ট্রোলারদের কোনওদিনই গায়ে মাখেন না সইফ কন্যা সারা।