কন্টাক্ট লেন্স ব্যবহারের আগে জেনে নিন

আমরা অনেক সময় চোখে কন্টাক্ট লেন্স ব্যবহার করি। চোখ খুবই স্পর্শকাতর। তাই লেন্স ব্যবহার করলে তার যত্ন নিতে হবে নিয়মিত। কন্টাক্ট লেন্সের ফলে চোখে অ্যালার্জি হতে পারে

বিশেষজ্ঞদের মতে, চোখে আর্টিফিসিয়াল জিনিস ব্যবহার না করাই ভালো। যদি সেটা খুব বেশি প্রয়োজন না হয়।

সম্প্রতি কন্টাক্ট লেন্স ব্যবহার করে দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন চিত্রনায়িকা তানহা তাসনিয়া। ফটোশুটের সময় কড়া রোদের তাপে কন্টাক্ট লেন্স গলে গিয়ে তার চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে।

কন্টাক্ট লেন্স ব্যবহারের নিয়ম যারা মেনে চলেন না তাদের প্রায় ৯৯ শতাংশই চোখের নানা সমস্যায় আক্রান্ত হন।

চোখে যেসব সমস্যা হতে পারে-
• চোখের কালো মণিতে পানি জমা, পরবর্তীতে ঘা-ও হওয়ার সম্ভাবনাও থাকে
• কন্টাক্ট লেন্সের চাপে চোখে স্থায়ী দৃষ্টি স্বল্পতা হতে পারে
• লেন্স ঘোলা হয়ে চোখের ক্ষতি করতে পারে

সতর্কতা-
• লেন্স পরে কখনোই কড়া রোদ অথবা তাপে যাবেন না
• কন্টাক্ট লেন্স নিয়মিত নির্দিষ্ট সল্যুশন বা তরল দিয়ে পরিষ্কার করতে হবে ও মেয়াদ উত্তীর্ণ তরল ব্যবহার করা যাবে না
• দীর্ঘ সময় কন্টাক্ট লেন্স ব্যবহারে চোখের ক্ষতি হতে পারে। আর ঘুমানোর সময় অবশ্যই লেন্স খুলে নিতে হবে
• অবশ্যই ভালো ব্র্যান্ডের লেন্স ব্যবহার করতে হবে। আর ব্যবহার করার সঠিক নিয়ম মেনে চলতে হবে
• বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া কন্টাক্ট লেন্স ব্যবহার করা উচিত না

ব্যবহারের সময় কোনো ধরনের সমস্যা হলে সঙ্গে সঙ্গে লেন্স খুলে ফেলুন এবং বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।