বিনোদন ডেস্ক : কপিল শর্মার সঙ্গে রোমান্স করবেন না ভারতের দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়া।
বেশ কিছুদিন ধরেই গুঞ্জন উঠেছে, কপিল শর্মার সঙ্গে রোমান্স করবেন তামান্না ভাটিয়া। এও শোনা যায়, অভিষেক সিনেমার পর কপিল তার পরবর্তী সিনেমার কাজ শুরু করেছেন। আর এতেই কপিলের সঙ্গে রোমান্স করবেন তামান্না।
কিন্তু গতকাল এ খবরকে মিথ্যে বলে উড়িয়ে দিয়েছেন তামান্না। মাইক্রোব্লগিং সাইট টুইটারে এক টুইটে এ খবর মিথ্যে বলে জানান তিনি। টুইটে তামান্না লিখেন, ‘এটা সত্য নয়! আমি যখন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হবো তখন অবশ্যই এ বিষয়ে কথা বলব। দয়া করে এ বিষয় নিয়ে আর গুঞ্জন ছড়াবেন না।’
তামান্না বর্তমানে এএএ শিরোনামের সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এতে তামান্নার বিপরীতে অভিনয় করছেন সিম্বু। এ সিনেমায় তিনি তিনটি চরিত্রে অভিনয় করছেন। এবারই প্রথম কোনো সিনেমায় তিনি তিন চরিত্রে অভিনয় করছেন।