ক্রীড়া ডেস্ক : ইমরান খান, ইয়ান বোথাম, রিচার্ড হ্যাডলি সেরা নাকি সাকিব আল হাসান, রবীচন্দ্রন অশ্বিন ও গ্লেন ম্যাক্সওয়েলরা সেরা!
এটা নিয়ে বিতর্ক থাকতে পারে। কিন্তু ইমরান খান, ইয়ান বোথামদের আমলে খেলা কপিল দেব সেই বিতর্কের ইতি টেনেছেন।
তার মতে ৭০ ও ৮০ দশকের অলরাউন্ডারদের চেয়ে বর্তমান সময়ের অলরাউন্ডাররা অনেক বেশি মেধাবী।
এ বিষয়ে ভারতের প্রাক্তন এই অধিনায়ক বলেন, ‘আমি মনে করি কোনো খেলোয়াড়কে সর্বকালের সেরা অলরাউন্ডারের দৌড়ে যুক্ত করার আগে তাকে ৫০টি টেস্ট খেলতে দেওয়া উচিত। তিন-চারটে টেস্ট সিরিজ খেলার পর কাউকে অলরাউন্ডারের তালিকায় আনাটা অন্যায়। হ্যাডলি, আমি, ইমরান ও বোথামের উচিত আমাদের সময়টা ভুলে গিয়ে বর্তমান সময়ে চোখ দেওয়া। বর্তমান সময়ের তরুণ ক্রিকেটাররা খুবই মেধাবী। তারা আমাদের চেয়ে অনেক বেশি ভালো করছে। সুতরাং এই প্রজন্মের খেলোয়াড়দের আমাদের সম্মান করা উচিত। রবীচন্দ্রন অশ্বিন টেস্ট অলরাউন্ডারদের শীর্ষস্থান দখলে রেখেছে। অন্যদিকে সাকিব আল হাসান ও গ্লেন ম্যাক্সওয়েল সীমিত ওভারের ক্রিকেটের অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে রয়েছে। তবে বর্তমান সময়ের কাউকে আলাদা করে ইমরান, হ্যাডলি কিংবা বোথামের তালিকায় নেওয়াটা ঠিক হবে না।’