
কিংবদন্তি চলচ্চিত্র অভিনেত্রী ও সাবেক সাংসদ সারাহ বেগম কবরীর শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে। তিনি স্বাভাবিক নিয়মেই কথা বলা ও খাওয়া-দাওয়া করতে পারছেন।
খবরটি নিশ্চিত করেছেন কবরীর ব্যক্তিগত সহকারী নূর উদ্দিন।
তিনি বলেন, ‘আল্লাহর রহমতে ম্যাডাম এখন আগের চেয়ে ভালো আছেন। গতকাল এবং আজ মিলিয়ে এখন তার অবস্থা অনেক বেটার। এই মুহূর্তে তিনি খাওয়া-দাওয়া করছেন।’
এর আগে ৫ এপ্রিল করোনা রিপোর্ট পজিটিভ এলে কবরীকে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে দরকার হয় আইসিইউর। কুর্মিটোলা হাসপাতালে আইসিইউ খালি না থাকায় ঢাকার শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের আইসিইউ-তে ভর্তি করা হয় তাকে।