কবিরাজের হাত-পা লাশ উদ্ধার পাবনায়

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে নিজ বাড়ি থেকে ভারতী নাথ ভট্টাচার্য (৭০) নামে এক কবিরাজ ও ব্রহ্মচারীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার বেলা ১১টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত ভারতী নাথ ভট্টাচার্য উপজেলার গুনাইগাছা ইউনিয়নের জালেশ্বর গ্রামের মৃত পার্বতীনাথ ভট্টাচার্যের ছেলে। তিনি চিরকুমার ছিলেন এবং কবিরাজী পেশায় জড়িত ছিলেন। পাশাপাশি নিয়মিত পূজা-অর্চনা করতেন ও ব্রহ্মচারী ছিলেন।

নিহত ভারতী নাথ ভট্টাচার্যের ভাতিজা তুষার ভট্টাচার্য জানান, প্রতিবেশিদের কাছ থেকে সংবাদ পেয়ে আমি ওই বাড়িতে গিয়ে দেখি শোবার ঘরে তার হাত-পা বাঁধা মৃতদেহ পড়ে আছে। পরে আমরা থানায় জানালে পুলিশ আসে। প্রতিবেশিদের কাছ থেকে শুনেছি, সকাল ৯টার দিকে ৩/৪ জন বোরখা পরা নারী বাড়িতে এসেছিলেন। তারা বাড়ি থেকে চলে যাওয়ার পর স্থানীয়রা ভারতী নাথ ভট্টাচার্যকে হাত-পা বাঁধা ও মৃত অবস্থায় দেখতে পায়।

চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আহসান হাবীব জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হাত-পা বেঁধে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

ওসি আরো বলেন, ঘরের আসবাবপত্র তছনছ দেখে হত্যার কারণ সম্পর্কে মনে হচ্ছে যে, লুটপাট চালানোর সময় দূর্বৃত্তদের দেখে বা চিনে ফেলায় তাকে হত্যা করা হয়েছে। তবে এর সঙ্গে আর কোনো কারণ আছে কি না তা তদন্ত করা হচ্ছে।