কমনওয়েলথের মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ডের সঙ্গে বৈঠক

নিজস্ব প্রতিবেদক : কমনওয়েলথের মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ডের সঙ্গে বৈঠক করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বৃহস্পতিবার  কানাডার ভ্যাঙ্কুভারে  কমনওয়েলথ অব লার্নিং (সিওএল) এর ৩৪তম সভায় অংশ নেওয়ার পাশাপাশি বৈঠক করেন নুরুল ইসলাম নাহিদ ও প্যাট্রিসিয়া স্কটল্যান্ড।

এ সময় কমনওয়লেথের মহাসচিব  বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে দ্রুত অগ্রগতির প্রশংসা করেন এবং সিওএল বোর্ডে বাংলাদেশের কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন। শিক্ষামন্ত্রী এ ফোরামে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণের ব্যাপারে গভীর আশাবাদ ব্যক্ত করেন।

শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মোহাম্মদ আফরাজুর রহমান এ তথ্য জানান।

সিওএল কমনওয়েলথ রাষ্ট্রসমূহের একটি আন্তর্জাতিক সংস্থা, যা সদস্য দেশগুলোর মধ্যে দূরশিক্ষণ পদ্ধতি ও আইসিটি প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে শিক্ষণের সুযোগ সৃষ্টি ও বিস্তারের জন্য কাজ করে থাকে। এর কার্যক্রম মানবসম্পদ উন্নয়নে সদস্য রাষ্ট্রসমূহের সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখছে।