কমরেড মোঃ নজরুল ইসলাম সরকারের ইন্তেকাল

পাবনার নাকালিয়া সারাশিয়া গ্রামের কৃতি সন্তান ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড মোঃ নজরুল ইসলাম সরকার (৭৬) গতকাল সোমবার বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে সকাল ৮টা ৩০ মিনিটে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুমের প্রথম জানাজা বাদ আসর নিজ গ্রামে অনুষ্ঠিত হয়। পরবর্তীতে দ্বিতীয় জানাজা নাকালিয়া বাজার সংলগ্ন মঞ্জুর কাদের কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে রাত ৮টা ৩০ মিনিটে নয়নপুর কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

তাঁর জানাজায় বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। এছাড়াও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীরা ঢাকা ও পাবনাসহ বিভিন্ন স্থান থেকে জানাজায় উপস্থিত ছিলেন।

কমরেড নজরুল ইসলাম সরকার আজীবন সাধারণ মানুষের অধিকার আদায়ে সোচ্চার ছিলেন এবং মৃত্যুর আগ পর্যন্ত তিনি বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে গেছেন।

মৃত্যুকালে তিনি তিন ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।