
নিজস্ব প্রতিবেদক : ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন।
রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতের বয়স আনুমানিক ৪০ বছর।
ঢাকা জিআরপি থানার উপ-পরিদর্শক তোফাজ্জাল হোসেন জানান, সকালে একটি আন্তঃনগর ট্রেন কমলাপুর ছেড়ে যাচ্ছিল। এ সময় ওই ব্যক্তি রেললাইন পার হচ্ছিলেন। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুপুরে তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।