
নিজস্ব প্রতিবেদক : কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে চার মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
তারা হলেন- মো. রাসেল, আমীর হোসেন, রফিকুল ইসলাম ও মো. রানা ।
শুক্রবার সকালে তাদের আটক করে রেলওয়ে থানা পুলিশ।
রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসিন ফারুক বলেন, চট্টগ্রাম থেকে কমলাপুরে মাদকদ্রব্য নিয়ে এসেছিলেন তারা। গোপন সংবাদের ভিত্তিতে সকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক কেজি গাঁজা ও সাড়ে ৫ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়।