
ঔপন্যাসিক এবং ভারতের নারী অধিকার আন্দোলনের অন্যতম পথিকৃৎ কমলা ভাসিন মারা গেছেন।
ভারতের স্থানীয় সময় শনিবার (২৫ সেপ্টেম্বর) ভোর ৩টার দিকে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭৫ বছর।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই অসুখে ভুগছিলেন কমলা। তার ফুসফুসে পানি জমে যায়।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) অবস্থা খারাপ হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। শনিবার ভোরে চিকিৎসকরা জানিয়ে দেন কমলা ভাসিন আর নেই। প্রসঙ্গত, কয়েক মাস আগে থেকেই তার ক্যান্সারের চিকিৎসা চলছিল।
কমলার নেতৃত্বে শক্তিশালী হয় ভারতের নারী আন্দোলন। ফেমিনিস্ট হিসেবেই তাকে চেনে ভারতবাসী। যদিও নারীবাদী আন্দোলনকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি একাধারে সমাজকর্মী, লেখিকা ছিলেন তিনি।
সত্তরের দশক থেকেই নারী আন্দোলন নিয়ে সোচ্চার কমলা ভাসিন। ২০০২ সালে তিনি সঙ্গত নামক একটি ফেমিনিস্ট নেটওয়ার্ক তৈরি করেন। এই নেটওয়ার্কের মাধ্যমে প্রান্তিক আদিবাসী নারীদের প্রশিক্ষিত করার কাজ করতেন কমলা। এর পাশাপাশি লিঙ্গ তত্ত্ব, সমতা, মানবাধিকার, পুরুষতন্ত্র নিয়ে লেখা কমলার বইগুলো অন্তত ৩০টি ভাষায় অনূদিত হয়েছে।