কমেডিয়ান হরর সিনেমায় থাকছেন কার্তিক-কিয়ারা

বিনোদন ডেস্কঃ বলিউড সুপারহিট তারকা অক্ষয়ের সেই কমেডিয়ান হরর সিনেমার কথা নিশ্চয়ই সবার মনে আছে। পুরনো জমিদার বাড়িতে এক নারীর অভিশাপ, আর এ কাহিনী নিয়েই তৈরি হয়েছিল সিনেমাটি।

যেখানে অভিনেতা অক্ষয় কুমার একজন ডাক্তার এবং এর সাথে তান্ত্রিকের ভূমিকা পালন করে থাকে। তুমি যে আমার নামে এই সিনেমার গানটিও সবার মুখে মুখেই শোনা যায়।

বলছি ২০০৭ সালের জনপ্রিয় সুপারহিট সিনেমা ভুল ভুলাইয়া’র কথা। তখনকার সময়ে এই সিনেমা দর্শকদের দিয়েছিল অফুরন্ত আনন্দ। কারণ
তখন এরকম হরর কমেডি কমই নির্মাণ করা হত। এবার এই হরর সিনেমা প্রেমীদের জন্য এলো নতুন এক সুখবর।

মুক্তি পাচ্ছে ‘ভুল ভুলাইয়া’র সিক্যুয়াল। আর এই সিনেমায় অভিনয় করছেন কার্তিক আরিয়ান। ছবির মোশন পোস্টার ইতোমধ্যে সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন তিনি।

আগের সিনেমায় অভিনয় করেছিলেন অক্ষয় কুমার, বিদ্যা বালান, আহুজাসহ আরও অনেকে। ছবির সিক্যুয়ালের আগাম আভাস মোশন পিকচারেই পাওয়া গেছে। এর আগে সিক্যুয়ালের বেশিরভাগ পোস্টারে কার্তিককে গেরুয়া পোশাকে দেখা গিয়েছিল। কিন্তু মোশন পোস্টারে কার্তিক আরিয়ানকেও পাওয়া গেল একেবারে অন্য অবতারে। পা থেকে মাথা পর্যন্ত কালো পোশাকে ধরা দিয়েছেন অভিনেতা।

এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন অনিশ বাজমি। যদিও ২০০৭ সালে ‘ভুল ভুলাইয়া’র প্রথর পর্বের পরিচালনা করেছিলেন প্রিয়দর্শণ। সিক্যুয়ালে রয়েছে আরও চমক। কার্তিক আরিয়ানের বিপরীতে দেখা যাবে কিয়ারা আদবানিকে।

এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ সব চরিত্রে অভিনয় করছেন টাবু, রাজপাল যাদব এবং গোবিন্দ নামদেব।

পোস্টার শেয়ার করে অভিনেতা ঘোষণা করেছেন, ২০২২ সালের ২৫ মার্চ সিনেমা হলেই মুক্তি পাবে এই সিনেমা।