আন্তর্জাতিক ডেস্ক : আর্কটিকের বরফ গলে যাওয়ার ফলে আগামী ৪০ বছরের মধ্যে মেরু ভল্লুকের সংখ্যা এক-তৃতীয়াংশ কমে যাতে পারে। বিজ্ঞানীরা এ কথা বলছেন।
বিশেষ্ঞদের আনুমানিক হিসেব অনুযায়ী, আগামী তিন প্রজন্মের মধ্য মেরু ভল্লুকের সংখ্যা ত্রিশ শতাংশের বেশি কমে যাবে। বর্তমানে সারা পৃথিবীতে মেরু ভল্লুকের সংখ্যা ২৬,০০০। আগামী ৩৫ থেকে ৪১ বছরের মধ্যে এই সংখ্যা প্রায় ৯ হাজারেরও নিচে এসে দাঁড়াবে।
মেরু ভল্লুককে বিপন্ন প্রায় প্রাণি হিসেবে চিহ্নিত করা হয়েছে।
জলবায়ু পরিবর্তনের সরাসরি প্রতিক্রিয়া ফেলেছে মেরু ভল্লুকের বেঁচে থাকা ও তাদের খাবার সংগ্রহের ওপর। জলবায়ু পরিবর্তনের ফলে প্রথমেই গলে যাচ্ছে সামুদ্রিক বরফ। এ কারণে শিকারের জায়গা হারাচ্ছে মেরু ভল্লুক।