কম্পিউটার চিপের সংকট, বড় ধরনের বিনিয়োগ করছে ইন্টেল

করোনা মহামারি ও চীনা পণ্যে মার্কিন নিষেধাজ্ঞায় গত বছর কম্পিউটার চিপের সংকটে বড় ধরনের ধাক্কা লাগে ইলেকট্রনিকস শিল্পে। সেই অভিজ্ঞতা থেকে এবার চিপের উৎপাদন বাড়াতে বড় অঙ্কের বিনিয়োগ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের টেক জায়ান্ট ইন্টেল। ২ হাজার কোটি ডলার বিনিয়োগে অ্যারিজোনায় স্থাপিত দুটি কারখানা। কারখানা দুটি এ খাতের সরবরাহ ব্যবস্থায় ভারসাম্য আনবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

স্মার্টফোন, স্বয়ংক্রিয় গাড়ি, কম্পিউটারসহ বিভিন্ন শিল্পের হার্ডওয়্যারে দরকারি যন্ত্রাংশ হলো সেমিকন্ডাক্টর বা চিপ। গত বছর করোনার মধ্যে বিভিন্ন প্রযুক্তিপণ্যের চাহিদা বাড়লেও নানা কারণে কমে চিপের উৎপাদন। এতে বাজারে ইলেকট্রনিকস পণ্যের চাহিদা মেটাতে পারেনি অনেক প্রতিষ্ঠান। সে সময় দামও বাড়তে দেখা যায় এসব পণ্যের।

অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বাজারের চাহিদা বিবেচনায়, যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান ইন্টেল সম্প্রতি অ্যাডভান্সড চিপ তৈরির সক্ষমতা বাড়াতে উদ্যোগ নিয়েছে। সম্প্রতি প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা প্যাট্রিক পল জেলসিঙ্গার যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে ২টি কারখানা স্থাপনের ঘোষণা দেন।
ইন্টেলের সিইও প্যাট্রিক পল জেলসিঙ্গার বলেন, করোনা মহামারির মধ্যে ডিজিটালাইজেশনের প্রসারের সঙ্গে বিশ্বব্যাপী দ্রুত সেমিকন্ডাক্টরের চাহিদা বাড়ার বিষয়টিও লক্ষ করেছি। তাই বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টরের সরবরাহ বাড়াতে চাই আমরা। অ্যারিজোনায় দুটি কারখানা স্থাপনে মোট ২০ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে। কারখানার নির্মাণকাজে ৩ হাজার শ্রমিক আর দীর্ঘমেয়াদি কাজের সুযোগ পাবেন ১৫ হাজার কর্মী। নতুন এ বিনিয়োগ ইন্টেলের সুনাম পুনরুদ্ধারে ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। গত বছর করোনার মধ্যে তাদের উৎপাদনব্যবস্থা হোঁচট খাওয়ায় পুঁজিবাজারে ইন্টেলের শেয়ারের দামে বড় ধরনের পতন হয়। নতুন কারখানা নিশ্চিতভাবেই তাদের উৎপাদন ঘাটতি মেটাতে ইতিবাচক ভূমিকা রাখবে। যুক্তরাষ্ট্র এবং ফেডারেল সরকার, প্রতিরক্ষা বিভাগ যেভাবে অভ্যন্তরীণ শিল্প জোরদারে সহায়তা দিচ্ছে তা ইন্টেলের জন্য ভালো সুযোগ। তারা নিশ্চিতভাবে কর ছাড় পাবে। ইন্টেলকে এগিয়ে নেয়ার জন্য নতুন সিইও প্যাট্রিক একজন যোগ্য নেতা।

ইন্টেলের নতুন কৌশল বাজারে তার প্রতিদ্বন্দ্বী কোরিয়ার স্যামসাং ও তাইওয়ানের সেমিকন্ডাক্টরকে চ্যালেঞ্জের মুখে ফেলবে বলে মনে করা হচ্ছে। ব্যবসার নতুন পরিকল্পনা প্রকাশ হওয়ার পর পুঁজিবাজারে ইন্টেলের শেয়ারের দাম সাড়ে ৭ শতাংশ পর্যন্ত বেড়েছে।