বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী বিপাশা বসু। কিছুদিন আগে করণ সিং গ্রোভারকে বিয়ে করেছেন এই অভিনেত্রী। কিন্তু স্ত্রী বিপাশাকে নিয়ে নাকি কিছুটা বিপাকেই পড়েছেন করণ। ভারতীয় একটি সংবাদমাধ্যম এমন খবর প্রকাশ করেছে।
প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, করণ যেখানেই যান, বিপাশা সেখানে যাবেই! তাদের নতুন সংসারে এমনটা এখন নিত্যদিনের ঘটনা। এমনকি করণ তার বন্ধুদের সঙ্গে কোনো পরিকল্পনা করলেও বিপাশা তার পিছু ছাড়েন না বলেও জানানো হয়েছে।
এ প্রতিবেদনে করণের এক বন্ধুর বরাত দিয়ে জানানো হয়েছে, করণ বউয়ের পাশে থাকলে এক রকম, আবার একা থাকলে একদম পুরো অন্যরকম। আর বিপাশা নাকি করণের সব সিদ্ধান্তেই নাক গলান। যদিও করণও স্ত্রীকে কাছ ছাড়া করেন না। সব পার্টিতেও নিয়ে যান বিপাশাকে। তবে বন্ধুদের অভিযোগ, করণ কিছুটা বিপাকেই পড়েছেন।