জ্যেষ্ঠ প্রতিবেদক : চলতি অর্থবছরের মতো আগামী ২০১৭-১৮ অর্থবছরেও সাধারণ করদাতা অর্থাৎ ব্যক্তি শ্রেণির করদাতাদের করমুক্ত আয়ের সীমা আড়াই লাখ টাকা থাকছে।
তবে প্রতিবন্ধী ব্যক্তি করদাতাদের ক্ষেত্রে করমুক্ত আয়ের সীমা ২৫ হাজার টাকা বাড়িয়ে ৪ লাখ টাকা করা হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৭-১৮ অর্থবছরের যে বাজেট প্রস্তাব করেছেন, তাতে করমুক্ত আয়ের সীমা অপরিবর্তিত রাখার কথা বলা হয়েছে।
বাজেট বক্তৃতায় মুহিত বলেন, ‘বাংলাদেশে করমুক্ত আয়ের সীমা মাথাপিছু আয়ের ২০০ শতাংশ বেশি। উন্নয়নশীল দেশগুলোতে এ অনুপাত ১০০ শতাংশের মধ্যে থাকে। এ ছাড়া আমাদের মুদ্রাস্ফীতিও এ মুহূর্তে কম, পাঁচ শতাংশের মতো। ফলে আগামী বছরে করমুক্ত আয়ের সাধারণ সীমা ও কর হারে কোনো পরিবর্তন আনা হচ্ছে না। তবে প্রতিবন্ধী ব্যক্তি করদাতাদের ক্ষেত্রে করমুক্ত আয়ের সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকার স্থলে ৪ লাখ টাকা প্রস্তাব করছি।’
অপরিবর্তিত করমুক্ত আয়ের সীমা
সাধারণ করদাতা- ২ লাখ ৫০ হাজার টাকা, নারী ও ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের- ৩ লাখ টাকা, প্রতিবন্ধী ব্যক্তি করদাতা- ৪ লাখ টাকা, গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ব্যক্তি করদাতা- ৪ লাখ ২৫ হাজার টাকা।
সাধারণ কর হার
আগামী অর্থবছরে ২ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত আয়ের ওপর করহার শূন্য, ৪ লাখ টাকা আয়ের ওপর ১০ শতাংশ, ৫ লাখ টাকা আয়ের ওপর ১৫ শতাংশ, ৬ লাখ টাকা আয়ের ওপর ২০ শতাংশ, ৩০ লাখ টাকা আয়ের ওপর ২৫ শতাংশ, অবশিষ্ট মোট আয়ের ওপর ৩০ শতাংশ।
বিশেষ কর হার
সিগারেট, বিড়ি, জর্দা, গুলসহ সকল প্রকার তামাকজাত পণ্য প্রস্তুতকারী ব্যবসা হতে অর্জিত আয়ের ৪৫ শতাংশ, বাংলাদেশে অনিবাসী ব্যক্তি শ্রেণি করদাতার অর্জিত আয়ের ৩০ শতাংশ, নিবন্ধিত সমবায় সমিতির অর্জিত আয়ের ১৫ শতাংশ রাখা হয়েছে।


