করিডর নিয়ে ভারতীয় গণমাধ্যম অপপ্রচার করছে: আসাদুজ্জামান ফুয়াদ

ভারতীয় গণমাধ্যমগুলো মানবিক করিডর নিয়ে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার শুরু করেছে। তাদের শেখানো বুলি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা প্রচার করছে বলে মন্তব্য করেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

বৃহস্পতিবার (২২ মে) দুপুরে রাজধানীর বিজয়নগরে দলীয় কার্যালয়ে বন্দর ও মানবিক করিডর নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।

ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, অন্তর্বর্তী সরকারকে ক্ষমতা থেকে সরানোর জন্য মানবিক করিডর নিয়ে ইস্যু তৈরি করা হচ্ছে। স্বাধীনতা ও সার্বভৌমত্বের কথা বলে সাধারণ মানুষকে করিডর ও বন্দর নিয়ে ভুল বোঝাচ্ছে একটি গোষ্ঠী। জাতীয় স্বার্থকে বিবেচনায় রেখে চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে।

বাংলাদেশকে কোনও পরাশক্তির ছায়া-যুদ্ধক্ষেত্র করতে দেয়া যাবে না বলেও মন্তব্য করেন এবি পার্টির সাধারণ সম্পাদক।

এ সময় জাতীয় ঐকমত্যের ভিত্তিতে রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবর্তনে করনীয় ঠিক করার পরামর্শ দেন আসাদুজ্জামান ফুয়াদ। বলেছেন, বিদেশি ব্যবস্থাপনা প্রতিষ্ঠান মানেই জাতীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে, এমন নেতিবাচক ও ষড়যন্ত্রমূলক দৃষ্টিভঙ্গি গ্রহণযোগ্য নয়।