করিম কিমকে হত্যার ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে দ্রুত শাস্তির দাবি

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সিলেট শাখার সাধারন সম্পাদক আব্দুল করিম কিমকে হত্যার ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে দ্রুত শাস্তির দাবি জানানো হয়েছে।

শনিবার রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ সাগর-রুনী মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান বাপার কেন্দ্রীয় নেতারা।

বাপার সাধারন সম্পাদক ডা. মো. আব্দুল মতিন লিখিত বক্তব্যে চারটি দাবি তুলে ধরেন। তিনি বলেন, ‘ফেসবুকে কিমের নামে অপপ্রচার তথা সাইবার অপরাধ অবিলম্বে বন্ধ করতে হবে। অবিলম্বে ও অগ্রাধিকার ভিত্তিতে এই ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করতে হবে এবং তাদের নাম পরিচয় জনসম্মুখে প্রকাশ করতে হবে। জড়িত ব্যক্তিদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত করতে হবে। সাইবার ক্রাইম দমনে সরকারের ত্বরিত ও সংবেদনশীল ভূমিকা নিশ্চিত করতে হবে।’

সংবাদ সম্মেলনে আব্দুল করিম কিম বলেন, ‘গত ১৪ ডিসেম্বর মধ্যরাতে পুলিশ আমাকে সিলেটের বাড়ি থেকে তুলে নিয়ে যায়। প্রথমে মনে করেছি সুন্দরবন আন্দোলনে জড়িত থাকায় তারা আমাকে নিয়ে যাচ্ছে। কিন্তু থানায় যাওয়ার পর পুলিশ একটি ফেসবুক ইনবক্সের স্ক্রিনশট দেখিয়ে জিজ্ঞাসা করে, আমি সেটা করেছি কি না। কিন্তু আমি যা দেখেছি তা দেখার জন্য প্রস্তুত ছিলাম না। আমার ইনবক্সের মতই দেখতে ওই প্রিন্ট কাগজে হযরত মোহাম্মদ (সঃ) এর নামে বিকৃত করে মেসেজ দেওয়া। কিন্তু আমি কখনই সেগুলো করিনি। পুলিশ তখন আমার ফেসবুক ঘাটাঘাটি করে কিছুই পায়নি। আমি নির্দোষ দেখে চৌদ্দ ঘণ্টা পর পুলিশ আমাকে ছেড়ে দেয় এবং এমন ঘটনার মামলা করার অনুমতি দেয়। আমি পরে মামলা করেছি।’

পুলিশ স্ক্রিনশট কোথায় পেলো জানতে চাইলে তিনি বলেন, ‘ফেসবুকের বিভিন্ন গ্রুপে এই স্ক্রিনশটটি ছড়িয়ে দেওয়া হয়েছে। পরে বিষয়টি পুলিশের নজরে এলে পুলিশ সেখানে আমার নাম দেখতে পেয়ে আমাকে ধরে নিয়ে যায়। কিন্তু এই ঘটনার পর থেকে আমি জীবন শঙ্কায় আছি। বহু লোক আমাকে ফেসবুকে হত্যার হুমকি দিচ্ছে। আমাকে হত্যার জন্য চার লাখ টাকা পুরষ্কারও ঘোষণা করা হয়েছে বিভিন্ন ফেসবুক গ্রুপে এবং পেজে।’

সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন বাপার সহ-সভাপতি সুলতানা কামাল, গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী, বাপার নির্বাহী সদস্য শারমিন মুশরিদ, সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট তোবারক হোসন, বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি সৈয়দ বজলুল করিম।