![](https://crimepatrolbd.com/wp-content/uploads/2016/11/a_razzak1478522529.jpg)
অর্থনৈতিক প্রতিবেদক : করের আওতা বৃদ্ধি করতে রাজধানীতে জরিপ করা দরকার বলে মনে করেন জাতীয় সংসদের অর্থ সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি ড. আব্দুর রাজ্জাক।
সোমবার রাজধানী আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত আয়কর মেলায় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিমত ব্যক্ত করেন।
ঢাকা নগরীতে কর আদায়ে জরিপ করা উচিত- এমন কথা উল্লেখ করে আব্দুর রাজ্জাক বলেন, ‘এখানে বসবাসকারী মানুষের মধ্য থেকে কি পরিমাণ আয়কর আসা উচিত ও বর্তমানে কি পরিমাণে কর আসছে- এ বিষয় নিয়ে জরিপ করা দরকার।
কর ফাঁকি প্রসঙ্গে তিনি বলেন, ‘পৃথিবীর সকল দেশেই কর ফাঁকি দেওয়ার প্রবণতা রয়েছে। আমাদের দেশে যারা কর ফাঁকি দিচ্ছেন তাদের কীভাবে করের আওতায় আনা যায় সে কৌশল বের করতে হবে। এটা পারলেই এনবিআর সফল হবে।’
আব্দুর রাজ্জাক বলেন, ‘রাজস্ব আহরণে আয়কর মেলা বিরাট ভূমিকা রাখবে। ভবিষ্যতে কর প্রদানে উৎসাহিত করতে এটি বিরাট ভূমিকা পালন করবে।’
তিনি বলেন, ‘বর্তমানে আমাদের দেশে মোট জিডিপির মাত্র ১১ শতাংশ কর আদায় হয়। যা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক কম। এমনকি পার্শ্ববর্তী দেশের তুলনায়ও কম। বর্তমান অবস্থায় ১৪ থেকে ১৫ শতাংশ কর আদায় সম্ভব।’
আব্দুর রাজ্জাক বলেন, ‘কর ছাড়া দেশের উন্নয়ন হবে না। এটাই সত্যি। দেশের উন্নয়নের ছোঁয়া কিভাবে কৃষক পর্যায়ে নিয়ে যাওয়া যায় আমাদেরকে সে পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে।’
এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন অর্থ সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য টিপু মুনশি এমপি, বেগম আক্তার জাহান এমপি ও শওকত চৌধুরী এমপি।’
এর আগে ড. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে ৭ সদস্যের একটি দল মেলা পরিদর্শন করে। তারা মেলায় স্টলগুলো ঘুরে দেখেন।
আয়কর মেলার শেষ দিন সোমবার মেলা প্রাঙ্গনে করাদাতাদের ঢল নামে। রাজধানীসহ দেশের ১৩টি জেলা, ৩১টি উপজেলাসহ (৮টি ভ্রাম্যমাণ) মোট ৪৪টি স্পটে আয়কর মেলা অনুষ্ঠিত হয়। মেলায় ৬ষ্ঠ দিন শেষে ১ হাজার ৭২৭ কোটি ৭২ লাখ ৭ হাজার ৪৫৭ টাকা আয়কর আদায় হয়েছে। সর্বশেষ হিসাব অনুযায়ী মেলায় সেবা গ্রহণ করেছেন ৭ লাখ ৭৭ হাজার ১৯৪ জন, আয়কর রিটার্ন দাখিল করেছেন ১ লাখ ৪৯ হাজার ৯৯৪ জন, নতুন ই-টিআইএন নম্বর নিয়েছেন ৩১ হাজার ৭৮১ জন।
কর দেওয়ার জন্য ব্যক্তি শ্রেণির করদাতাদের উৎসাহিত করতে প্রতি বছর আয়কর মেলার আয়োজন করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ৭ম বারের মতো আয়োজিত আয়কর মেলায় ই-টিআইএন রেজিস্ট্রেশন, ই-পেমেন্ট ও অনলাইনে আয়কর বিবরণী দাখিলসহ কর সংক্রান্ত সব সেবা পাওয়া যায়।
‘সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্ভর’ স্লোগানে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের নিজস্ব ভবনে এই মেলার আয়োজন করা হয়। ৬২ বর্গফুটের বিশাল পরিসরে আয়োজিত এই মেলায় বুথ করা হয় ১০৯টি। করদাতাদের মেলার আসার সুবিধার জন্য বিনা ভাড়ায় ৮টি সাটল বাসের ব্যবস্থা রাখা হয়।