করের আওতা বাড়াতে হবে : ইঞ্জিনিয়ার মোশাররফ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : কর বৃদ্ধি না হলে সরকারের উন্নয়ন কাজ এগোবে না উল্লেখ করে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, ‘এ জন্য করের আওতা বাড়াতে হবে।’

মঙ্গলবার সকালে নগরীর জিইসি কনভেনশন হলে সপ্তাহব্যাপী আয়কর মেলার উদ্বোধনী অুনষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশে কর বেড়েছে। এজন্য বাজেটও বেড়েছে। সম্প্রতি সময়ে দেশের ঘোষিত এই বাজেটকে অনেকে উচ্চাভিলাষী বাজেট বলেছেন। অথচ এই বাজেটের কারণেই দেশ এগিয়ে যাচ্ছে। তাই কর বৃদ্ধি না হলে দেশ কোনোভাবেই এগোবে না।

তিনি বলেন, দেশের দারিদ্রসীমা এখন ১১ শতাংশে নেমে এসেছে। বর্তমানে টিআইএনধারীর সংখ্যা ২৪ থেকে ২৬ লাখে উন্নীত হয়েছে। এবারের আয়কর মেলায় রেজিস্টার্ড টিআইএনধারীর সংখ্যা ১ কোটিতে উন্নীত হবে।

চট্টগ্রাম কর আপিল অঞ্চলের কর কমিশনার মাহবুব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আয়কর মেলায় বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার রুহুল আমিন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন সাহা, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মো. ফিরোজ শাহ আলম, সাবিহা মুসা এমপি, ডিআইজি শফিকুল ইসলাম, চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম প্রমুখ।