করোনাঃ আবারও বন্ধ হচ্ছে হংকং ডিজনিল্যান্ড

ডিজনিল্যান্ড

খুলে দেয়ার এক মাসেরও কম সময় ব্যবধানে আবারও বন্ধ করে দেয়া হচ্ছে থিমপার্ক হংকং ডিজনিল্যান্ড । আগামীকাল (১৫ জুলাই) থেকে ডিজনিল্যান্ড পার্কটির গেটে তালা লাগানোর কথা জানিয়েছে পার্ক কর্তৃপক্ষ।

এশিয়ায় করোনাভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়তে শুরু করলে গত জানুয়ারির শেষদিকে পার্কটি বন্ধ করে দেয়া হয়েছিল। এরপর দেশটিতে করোনার দাপট কমে এলে ১৮ জনু খুলে দেয়া হয় এই বিনোদন কেন্দ্রটি। কিন্তু পুনরায় করোনা সংক্রমণ বাড়তে থাকায় সামাজিক দূরত্ব বজায় রাখতে আবারও কঠোর হচ্ছে দেশটি। আর এতেই বুধবার থেকে বন্ধ হচ্ছে পার্কটি।

এসময় দেশটিতে বড় পরিসরে সামাজিক মিলনমেলার আয়োজন, রেস্তোরাঁয়া খাওয়া এবং জিমনেসিয়ামগুলোও সাময়িক বন্ধের আওতায় থাকবে।

মঙ্গলবার (১৪ জুলাই) এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানিয়েছে, পারস্পারিক দূরত্ব বজায় রাখতে সরকার ও স্বাস্থ্যবিভাগের নেয়া সিদ্ধান্ত মানতেই হংকং ডিজনিল্যান্ড বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জুনে হংকং থিম পার্কটি খুলে দেয়ার আগে মে-তে খুলে দেয়া হয়েছিল সাংহাই ডিজনিল্যান্ড। এখনও স্বাভাবিকের অর্ধেক দর্শনার্থীর প্রবেশ অনুমতিতে খোলা রাখা হয়েছে এই পার্কটি।

এদিকে, করোনাকালে হংকং ডিজনিল্যান্ড সাময়িক বন্ধ করে দিলেও যুক্তরাষ্ট্রের ওয়াল্ট ডিজনি ওয়ার্ল্ডে এর কোন প্রভাব পড়বে না বলে জানিয়েছে ডিজনি কর্তৃপক্ষ। গত মার্চে বন্ধ করে দেয়ার পর কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনায় ১১ জুলাই খুলে দেয়া হয় ফ্লোরিডায় ওয়াল্ট ডিজনি ওয়ার্ল্ডে ম্যাজিক কিংডম ও অ্যানিমেল কিংডম। বুধবার (১৫ জুলাই) খুলে দেয়া হবে পার্কটির হলিউড স্টুডিও।