
জেলা প্রতিবেদকঃ চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার অলিপুর গ্রামে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে এক ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। গত দুই দিনে হাজীগঞ্জ উপজেলায় উপসর্গ নিয়ে দুই জনের মৃত্যু হলো। এর মধ্যে এক জন পুরুষ ও এক জন নারী।
জেলায় মঙ্গলবার (৫ মে) সকাল পর্যন্ত করোনায় আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে ২৯ জনে। রিপোর্ট অপেক্ষমাণ রয়েছে ৬২ জনের।
চাঁদপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী জানা গেছে, সোমবার দিনগত রাতে রিপোর্ট আসে ২৭ জনের। এর মধ্যে ৯ জনের পজিটিভ। তবে দুইজন আগের পজিটিভ রোগী রয়েছে। তাদের বর্তমান অবস্থা নিশ্চিত হওয়ার জন্য পুনরায় রিপোর্ট পাঠানো হয়। অর্থাৎ নতুন আক্রান্ত সাত জন। এছাড়া একই দিনে চাঁদপুর সদর উপজেলার দুইজন যুবক ও একজন তরুণীর রিপোর্ট পজিটিভ এসেছে। তারা তিন জনই সুস্থ আছেন এবং বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।
হাজীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের অলিপুর গ্রামের নিহত ব্যক্তির স্বজন ও স্থানীয় ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম মীর বলেন, গত কয়েকদিন ধরে ওই ব্যক্তি জ্বর, সর্দি, গলা ব্যথায় ভুগছিলেন। সোমবার দিনগত রাতে তার পাতলা পায়খানা ও বমি হয়। রাত সাড়ে ১২টার সময় বাড়িতে তার মৃত্যু হয়।
সংবাদ পেয়ে রাতেই উপজেলায় দাফনের জন্য প্রস্তুতি টিমের প্রধান মাওলানা যোবায়ের আহমেদকে জানানো হয়। তারা মঙ্গলবার সকালে এসে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি টিম স্বাস্থ্যবিধি মেনে মৃত ব্যক্তির জানাজা ও দাফন শেষ করেন। হাসপাতালের একটি টিম এসে মৃত ব্যক্তির করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেছে।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন উজ্জল জানান, স্বাস্থ্যবিধি মেনে মৃত ব্যক্তির দাফন সম্পন্ন করা হয়েছে।