
জ্যেষ্ঠ প্রতিবেদকঃ অবশেষে পার্বত্য জেলা রাঙ্গামাটিও করোনায় আক্রান্ত হল। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড সায়েন্স বিশ্ববিদ্যালয়ে পাঠানো নমুনা পরীক্ষায় রাঙ্গামাটি শহরের ৪ জনের দেহে শনাক্ত হয়েছে করোনা। এর মাধ্যমে দেশের ৬৪ জেলাতে থাবা বসাল প্রাণঘাতী ভাইরাস কোভিড-১৯।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত নতুন শনাক্ত হয়েছেন ৭৯০ জন। এটি এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ চিহ্নিত রোগীর সংখ্যা। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় শনাক্ত হলেন ১১ হাজার ৭১৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মারা গেছেন আরও তিনজন। ফলে দেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়াল ১৮৬ জনে।
বুধবার বেলা আড়াইটায় দেশের কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা প্রতিবেদন উপস্থাপন করেন। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৬ হাজার ৭৭১টি। এরমধ্যে ৬ হাজার ২৪১টি পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৯৯ হাজার ৬৪৬টি।
আর সর্বশেষ মারা যাওয়া তিনজনের মধ্যে দু’জন পুরুষ এবং একজন নারী। তাদের মধ্যে দু’জনের বয়স ৬০ বছরের বেশি এবং একজনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে। দু’জন ঢাকার ভেতরে এবং একজন ঢাকার বাইরের বাসিন্দা ছিলেন। এদিন ব্রিফিংয়ে সুস্থ হওয়া রোগীর ব্যাপারে কোনো তথ্য জানানো হয়নি। শুধু দেশের সিনিয়র নাগরিক বা বয়স্ক ব্যক্তি, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের করোনা পরীক্ষার নমুনা সংগ্রহের জন্য বিভিন্ন স্থানে বুথ করা হচ্ছে। এ কাজে সহায়তা করছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক।
এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৮৪ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। এখন পর্যন্ত আইসোলেশনে নেয়া হল ১ হাজার ৭৯৪ জন। ২৪ ঘণ্টায় ৮৪ জন আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন। ফলে আইসোলেশন থেকে ১ হাজার ৩২৭ জন ছাড়পত্র পেয়েছেন।
অপরদিকে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮৮৯ জনকে প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিন করা হয়েছে। এখন পর্যন্ত ২ লাখ ১ হাজার ৭০০ জনকে কোয়ারেন্টিন করা হয়েছে। কোয়ারেন্টিন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন ৩ হাজার ৮৭২ জন। এখন পর্যন্ত ছাড় পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ৫৬১ জন। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৪১ হাজার ১৯৩ জন।
সারা দেশে কোয়ারেন্টিনের যে ব্যবস্থা রয়েছে তাতে ৩০ হাজার ৯৫৫ জনকে একসঙ্গে সেবা দেয়া যাবে। আর রাজধানীসহ সারা দেশে আইসোলেশন শয্যা ৮ হাজার ৫৯৪টি। এরমধ্যে রাজধানী ঢাকায় ২ হাজার ৯০০টি এবং রাজধানীর বাইরে বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ৬৯৪টি শয্যা আছে। এসব হাসপাতালে আইসিইউ বেড আছে ৩৩০টি এবং ডায়ালাইসিস ইউনিট ১০২টি আছে।
ব্রিফিংয়ে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে ঘরে থাকার এবং স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয় বুলেটিনে।
৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।
আক্রান্ত রাঙ্গামাটি জেলা : সর্বশেষ আক্রান্ত হল পার্বত্য জেলা রাঙ্গামাটিও। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড সায়েন্স বিশ্ববিদ্যালয়ে পাঠানো নমুনা পরীক্ষায় রাঙ্গামাটি শহরের ৪ জনের দেহে শনাক্ত হয়েছে করোনা।
দেশের ৬৪ জেলার মধ্যে এতদিন রাঙ্গামাটির কারও শরীরে করোনা শনাক্ত না হলেও এবারই প্রথম একদিনের পরীক্ষায় একসঙ্গে চারজনের দেহে ভাইরাসটির সংক্রমণ পাওয়া গেছে।
বুধবার দুপুরের দিকে পাওয়া রিপোর্টে ৪ জনের দেহে করোনা শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. বিপাশ খীসা। এদিকে খবরটি ছড়িয়ে পড়লে শহরসহ জেলাজুড়ে বেড়েছে করোনা আতঙ্ক। পাশাপাশি সংক্রমণ রোধে তৎপরতা আরও জোরদার করেছে প্রশাসন।
সিভিল সার্জন জানান, করোনায় শনাক্ত চার রোগীই রাঙ্গামাটি শহরের বাসিন্দা। তাদের মধ্যে রয়েছেন হাসপাতাল এলাকার এক নার্সসহ ২ জন, দেবাশীষ নগর এলাকার ১ জন ও রিজার্ভবাজার এলাকার ১ জন। আক্রান্তদের মধ্যে তিনজন পুরুষ, একজন নারী।
এদের মধ্যে ৯ মাসের এক শিশু রয়েছে। অন্য তিনজনের বয়সের ১৯ থেকে ৫০ বছরের মধ্যে। তাদের নমুনা পাঠানো হয়েছিল ২৯ এপ্রিল। জরুরি সভায় তাদের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।
জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ জানান, আক্রান্তদের বাড়িঘর লকডাউন করা হবে। তা ছাড়া তাদের নমুনা যেহেতু এক সপ্তাহ আগে পাঠানো হয়েছিল, তাই আবার পরীক্ষার জন্য নমুনা পাঠানো হবে।