করোনাঃ দেশে আবারও বেড়েছে মৃত্যু ও আক্রান্ত

মহামারি করোনা ভাইরাসে আগের দিনের তুলনায় মৃত্যু সামান্য বেড়েছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১০ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ২৩৯ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৩৮৮ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত দাঁড়াল ৫ লাখ ৩৯ হাজার ১৫৩ জন।

বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৭১৭ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৮৫ হাজার ২৯০ জন।

গত ২৪ ঘন্টায় করা মোট স্বাস্থ্য পরীক্ষার ভিত্তিতে সংক্রমণ হার ২.৫৯ শতাংশ, অন্যদিকে দেশে এখন পর্যন্ত মোট সংক্রমণ হার ১৪.২২ শতাংশ। মৃত্যুহার ১.৫৩ শতাংশ। মৃতদের মধ্যে ৭ জন পুরুষ ও ৩ জন নারী।

এদের মধ্যে ৬ জন ছিলেন ঢাকায় মারা যান, ময়মনসিংহে ২ জন এবং চট্টগ্রাম ও রংপুর বিভাগে একজন করে মারা গেছেন।

গত ২৪ ঘন্টায় ২০৬টি ল্যাবে ১৪,৯৯৯টি নমুনা পরীক্ষা করা হয়। এপর্যন্ত পরিক্ষা করা মোট নমুনার সংখ্যা ৩৭,৯২,২৪১টি।

এছাড়া, গত দিনে কোভিড-১৯ থেকে সুস্থতার ছাড়পত্র পান ৭১৭ জন। এরফলে মোট সুস্থ হয়ে ওঠাদের সংখ্যা ৪,৮৫,২৯০ জনে উন্নীত হয়। সেরে ওঠার হার ৯০.০১ শতাংশ।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১০ কোটি ৭৩ লাখ ৮৯ হাজার ৯৯৮ জন এবং মৃত্যু হয়েছে ২৩ লাখ ৪৯ হাজার ১৭১ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাত কোটি ৯২ লাখ ৯৭ হাজার ৪৭৪ জন।